ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বাঘের মুখ থেকে ফিরলেন লাল মিয়া!

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
বাঘের মুখ থেকে ফিরলেন লাল মিয়া! লাল মিয়া, ছবি: বাংলানিউজ

সুন্দরবনের করমজল থেকে ফিরে: সুন্দরবনের করমজল খাল পাড়ে ঘাস কাটছিলেন লাল মিয়া (৭০)। তা সঙ্গে ছিলো ছোট ডিঙি নৌকা। আনমনে ঘাস কাটতে কাটতে অনেকটা বনের ভেতরে ঢুকে পড়েন। মাঝে মাঝে জঙ্গলের মধ্যে কিসের যেন শব্দ পাচ্ছিলেন। লাল মিয়া ভেবেছিলেন বানর-কিংবা হরিণ এ শব্দ করছে।

এক পর্যায়ে লাল মিয়ার মনে সন্দেহ হয়। তিনি চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখেন তার মাত্র কয়েক হাত দূরে রয়েল বেঙ্গল টাইগার শুয়ে আছে।

অনেক মাছি তাকে বিরক্ত করায় মাথা নেড়ে তাদের তাড়াচ্ছে। আর মাথা নাড়ানোর সময় বাঘের কান মুখের সঙ্গে লেগে শব্দ হচ্ছে। বাঘের চোখে চোখ পড়ায় বাঘটি উঠে দাঁড়ায়। উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যান লাল মিয়া।

সুন্দরবনে বাঘের মুখোমুখি হয়ে কিভাবে বেঁচে ফিরলেন সে বিষয়ে মঙ্গলবার (২৮ আগস্ট) লাল মিয়ার সঙ্গে করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্রে কথা হয় বাংলানিউজের।
লাল মিয়া, ছবি: বাংলানিউজ
লাল মিয়া জানান, ঘটনাটা শনিবার (২৫ আগস্ট) ঘটে। সকালে নৌকা নিয়ে তার বাড়ি মোংলার কানাইনগর গুচ্ছগ্রাম থেকে করমজল খালে আসেন। করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্রের বিপরীত পাড়ে ঘাস কাটা শুরু করেন। বিভিন্ন জায়গা থেকে ঘাস কেটে দীর্ঘ বছর ধরে তিনি করমজলে আসা পর্যটকদের কাছে হরিণকে খাওয়ানোর জন্য বিক্রি করেন।

তিনি আরও জানান, সেদিন ঘাস কাটতে কাটতে বাঘের মুখোমুখি হন। কখনই ধারণা করতে পারেননি এতো কাছে বাঘ থাকতে পারে। ভয়ে গা ছমছম করছিল। বাঘের ভয়ে দ্রুত ঘাস ও কাঁচি ফেলে পেছন খালের চরে লাফ দেন। গায়ের সব শক্তি দিয়ে নৌকা ঠেলা দিয়ে উঠে পড়েন। বৈঠা পুঁতে বেঁধে রাখা নৌকা মুহূর্তেই খালের মাঝখানে চলে যায়।

লাল মিয়া জানান, বাঘটি মূলত বিশ্রাম নিচ্ছিল। এসময় মশা-মাছি মাঝারি আকারের বাঘটিকে বিরক্ত করছিলো।
করমজল খাল, ছবি: বাংলানিউজতার ভাষ্য মতে, হেই দিনের কতা কইতে গেলে গায়ের রক্ত ঠান্ডা অইয়ে যায়। পরাণে পানি থাহে না। বুকটা কাইপ্পা উঠে। বাঘটা যদি শুইয়ে না থাকতো তাইলে কাম সারা। এহন আমি বাঘের পেটে থাকতাম। আল্লায় বাঁচাইছে। তা না অইলে বাঘের তিন-চার হাত দূর থেকে কেউ বাইচে আইতে পারে না।

গ্রামের ফিরে গিয়ে লাল মিয়ার বাঘের মুখ থেকে বেঁচে যাওয়ার গল্প শুনে সবাই অবাক হন। তার সাত ছেলে-মেয়ে তাকে আর বনের মধ্যে গিয়ে ঘাস কাটতে নিষেধ করেন।

লাল মিয়া জানান, করমজলে পর্যটকদের কাছে ঘাস বিক্রি করে তার সংসার চলে। সেই দিনের পর থেকে এখন আর বেশি ভেতরে যান না। নৌকা বসে খাল পাড় থেকে যা পান তাই কেটে নিয়ে আসেন।

তিনি বলেন, জঙ্গলে বহু বছর আমার আসা-যাওয়া। আগেও বাঘ দেখছি। তয় তা দূর থেকে। এবারই প্রথম এত্ত কাছদে দেখছি। লাল মিয়ার বাঘের কাছ থেকে ফিরে আসার কথা জানেন করমজল প্রজনন কেন্দ্রের কর্মচারী-কর্মকর্তারাও।

এ বিষয়ে করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবীর বাংলানিউজকে বলেন, করমজল এলাকায় গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতি দিনই বাঘ হানা দিচ্ছে। এতে বাঘ আতঙ্ক বাড়ছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।