ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বাসুদেব গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম রাসেল আহম্মেদ (১৮)।

তিনি উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কেতাব আলীর ছেলে। এছাড়া ধোপাপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

রাসেলের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতের গোলযোগ দেখা দেয়। এসময় বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।  

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ঘটনাটি তদন্তও করা হয়েছে৷ পরে তার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।