জব্দ ইয়াবাসহ বিজিবি সদস্যরা
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে মিয়ানমার পালিয়ে গেছে চারজন পাচারকারী।
বুধবার (২৯ আগস্ট) হ্নীলা ইউনিয়নের জালিয়া পাড়া স্লুইচ গেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, প্রতিদিনের মতো ভোরে নাফ নদীর জালিয়াপাড়া অংশে টহলে ছিল একদল বিজিবি সদস্য।
তারা হঠাৎ দেখতে পান চারজন লোক একটি বস্তাসহ নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে বস্তাটি ফেলেই তারা নাফ নদীতে ঝাঁপ দেয়। পরে তারা সাঁতার কেটে মিয়ানমার প্রবেশ করে।
বুধবার বিকেলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক আছাদুদ-জামান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
টিটি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।