ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে ফেনীর জেলা প্রশাসক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে ফেনীর জেলা প্রশাসক  পরিচ্ছনাতা অভিযানে জেলা প্রশাসকসহ অন্যরা

ফেনী: ফেনীতে রাস্তায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন জেলা প্রশাসক ও সদর উপজেলার চেয়ারম্যানসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা। 

ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটির উদ্যোগে বুধবার (২৯ আগস্ট) সকালে ফেনী শহরে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শহরের খেজুর চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

 

পরে সচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণ ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বিভিন্ন স্থানে অতিথিরা ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। মহিপাল গিয়ে কর্মসূচি শেষ হয়। এতে জেলা প্রশাসক নিজেই ঝাড়ু হাতে নিয়ে আবর্জনা পরিষ্কার করেন। অন্য অতিথিরাও ঝাড়ু হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

‘আসুন সচেতন হই, নিজ শহরকে পরিচ্ছন্ন রাখি’ স্লোগানে কমিউনিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুলদীপ চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক এমএইচ জাহাঙ্গীর ও সাংবাদিক শাহজালাল ভূঞার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন ও ফেনী চেম্বারের পরিচালক গিয়াস উদ্দিন বুলবুল।

সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী হকের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন কমিউনিটির উপদেষ্টা ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট এম. শাহজাহান সাজু, ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রঞ্জু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম খন্দকার, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, জুয়েলারি সমিতি ফেনী শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকন, সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম রুবেল, রোটারি ক্লাব পদ্মা জোনের ডেপুটি গর্ভনর জালাল উদ্দিন বাবলু, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহাম্মদ তিতু, সহ-সভাপতি শেখ আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, কোষাধ্যক্ষ ফারুক আহমদ ভূঞা, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন লিটন, কমিউনিটির সদস্য অলি আহাম্মদ চৌধুরী, মনছুর আহমদ, আবদুল কুদ্দুস তালুকদার, নুরুল ইসলাম, ইমাম উদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযানে একাত্মতা প্রকাশ করে ফেনী পৌরসভা, শহর ব্যবসায়ী সমিতি, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা জুয়েলারি সমিতি, রোটারি ক্লাব, প্রাথমিক শিক্ষক সমিতি, রেড ক্রিসেন্ট, হলি ক্রিসেন্ট স্কুল, স্টার লাইন গ্রুপ, রোভার স্কাউট-গালর্স গাইড, বিডি ক্লিনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান কমিউনিটির নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন ফেনী শহর গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার সচেতনতায় পরিচ্ছন্ন ফেনী শহর গড়ে উঠবে। আর এই পরিচ্ছন্নতা অভিযান সব সময় অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।