বুধবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের মানিকের চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। বারিক খাঁ ওই এলাকার ওয়াহেদ খাঁর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ডিঙি নৌকা নিয়ে বাড়ির আসবাবপত্র অন্যত্র নিয়ে যাচ্ছিলেন বারিক খাঁ ও প্রতিবেশী কামরুল শেখ। এ সময় স্রোতের কবলে পড়ে ডিঙি নৌকাটি ডুবে যায়। তার সঙ্গী কামরুল সাঁতরে তীরে আসলেও নিখোঁজ ছিলেন বারিক।
নিহতের খালাতো ভাই আশাদুল ইসলাম ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
** পদ্মায় নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআরএস