ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে পদ্মায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
দৌলতপুরে পদ্মায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া বারিক খাঁ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের মানিকের চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। বারিক খাঁ ওই এলাকার ওয়াহেদ খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ডিঙি নৌকা নিয়ে বাড়ির আসবাবপত্র অন্যত্র নিয়ে যাচ্ছিলেন বারিক খাঁ ও প্রতিবেশী কামরুল শেখ। এ সময় স্রোতের কবলে পড়ে ডিঙি নৌকাটি ডুবে যায়। তার সঙ্গী কামরুল সাঁতরে তীরে আসলেও নিখোঁজ ছিলেন বারিক।

নিহতের খালাতো ভাই আশাদুল ইসলাম ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

** পদ্মায় নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।