ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদেরও ছাড় দেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদেরও ছাড় দেওয়া হবে না মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক

ভোলা: ‘বাংলাদেশ সড়ক দুর্ঘটনা মুক্ত হোক, দেশের মানুষ নিরাপদে পথ চলুক’ এ বিষয়গুলো নিশ্চিত করতে বর্তমান সরকার শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. মাসুদ আলম ছিদ্দিক বলেছেন, লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেল চালকদেরও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কাগজ-পত্র ও হেলমেট না থাকলে সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘নিরাপদ সড়কের জন্য নাগরিকের কর্তব্য’ বিষয়ক এক মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসক কথা বলেন।  

সভায় সামাজিক সংগঠন, পরিবহন সংগঠন, বিএনসিসি, স্কাউটসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

জেলা প্রশাসক বলেন, অপ্রাপ্ত বয়সে কেউ মোটরসাইকেল চালালে তাদেরও আইনের আওতায় আনা হবে। আগামী জাতীয় নির্বাচনের সুন্দর পরিবেশ ও সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য অবৈধ মোটরসাইকেল ও লাইসেন্সবিহীন চালক মুক্ত করতে হবে, কারণ অধিকাংশ ক্রাইম মোটরসাইকেলের মাধ্যমে হয়।

তিনি আর বলেন, এখন থেকে ভোলার গার্লস স্কুল মোড়ে কোনো প্রকার তিন চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত অটোরিকশা অথবা নসিমন অবস্থান করতে পারবে না। স্কুল চলাকালীন ওই পথে এসব ধরনের অবৈধ যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। স্কুল ছুটির পর শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরা ও রাস্তা পারাপারে ট্রাফিক পুলিশ সহায়তা করবে।  

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে অবৈধ অটোরিকশা, নসিমন, করিমন ও ভটভটি চলাচল নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে নিরাপদ সড়ক বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে বলে মনে করেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর শাফিন মাহামুদ, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, কামাল হোসেন, সাংবাদিক এম হাবিবুর রহমান, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।