ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
কলাপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পানিতে ডুবে জান্নাতি (২) ও আসাদুল (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জান্নাতি ওই এলাকার ইউসুফ মুন্সীর মেয়ে, আসাদুল একই এলাকার হাসান আলীর ছেলে।

ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. জলিল বাংলানিউজকে জানান, দুই শিশু খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাদের পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দু’জনকেই মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।