ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহ্বান বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী

ঢাকা: বিমসটেক-এর সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার ( ২৯ আগস্ট) নেপালে বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানান তিনি।  

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বুধবার কাঠমান্ডুতে ১৬তম বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন।

বৈঠকে সভাপতিত্ব করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গয়াল।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বিমসটেককে আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে তিনি মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালে বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নেবেন। শীর্ষ সম্মেলেনের আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নেপালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক অংশ নিয়েছেন।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে গঠিত হয় বিমসটেক। এর সদস্য দেশগুলোর মধ্যে পাঁচটি দক্ষিণ এশিয়ার। এগুলো হচ্ছে- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। অন্য দু’টি দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার, মিয়ানমার এবং থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।