বুধবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বুড়ির খালের মাথা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে ওই খালের মাথায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি পচে-গলে বিকৃত হয়ে গেছে। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৪ বছর। উদ্ধারের সময় নিহতের পরনে ছিল লুঙ্গি।
প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে। তার নাম-পরিচয় জানান চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআরএস