বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় একটি বাড়ির সামনের গ্যারেজটিতে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়না-তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পায়েলের বাবার নাম প্রদীপ চন্দ্র। সে মা-বাবার সঙ্গে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থাকছিল।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বর্মন বাংলানিউজকে জানান, ওই গ্যারেজ সংলগ্ন একটি বাসায় শিশু পায়েলকে নিয়ে তার মা সোনালী গৃহকর্মীর কাজ করতে যান। সোনালী বাসার ভেতরে কাজে ব্যস্ত হয়ে পড়লে পায়েল গ্যারেজে খেলতে চলে যায়। তখন একটি প্রাইভেটকার গ্যারেজে ঢোকানোর সময় সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এসআই জানান, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। ওই গাড়ি ও তার চালকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এজেডএস/এইচএ/