ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া

ঢাকা: মিয়ানমারের রাখাইন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাখাইনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে।

বুধবার (২৯ আগস্ট) ঢাকায় নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ম্যারিস প্যাইনে এক বিবৃতিতে বলেছেন,  মিয়ানমারের রাখাইন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের প্রতিবেদন গভীরভাবে পর্যবেক্ষণ করেছে অস্ট্রেলিয়া।

মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে মিয়ানমারের প্রতি আহ্বান জানাচ্ছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অপরাধীদের জবাবদিহিতার দাবি জানিয়েছে দেশটি।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবের ভিত্তিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করা হয়েছিলো। গত ২৮ আগস্ট প্রকাশিত কমিটির প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। ইতোমধ্যেই এই প্রতিবেদনের প্রশংসা করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।