বুধবার (২৯ আগস্ট) ঢাকায় নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ম্যারিস প্যাইনে এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের রাখাইন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের প্রতিবেদন গভীরভাবে পর্যবেক্ষণ করেছে অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবের ভিত্তিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করা হয়েছিলো। গত ২৮ আগস্ট প্রকাশিত কমিটির প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। ইতোমধ্যেই এই প্রতিবেদনের প্রশংসা করেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
টিআর/এমজেএফ