ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শেরেবাংলা নগরে নবজাতকসহ দুই মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
শেরেবাংলা নগরে নবজাতকসহ দুই মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানের লেক থেকে রিফাত (৭) নামে এক শিশু এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ আগস্ট) বিকেলে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। রিফাতের বাবার নাম নূর আলম।

থাকতো মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায়। আর পরিচয়হীন নবজাতকের বয়স আনুমানিক একদিন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলানিউজকে জানান, রিফাত তার দুই বন্ধুর সঙ্গে চন্দ্রিমা উদ্যানে গোসল করতে নামে। অন্য দুই বন্ধু উঠে এলেও রিফাত উঠতে পারেনি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।  

অন্যদিকে, পঙ্গু হাসপাতালের রাস্তা সংলগ্ন ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কেউ নবজাতকের মরদেহটি ময়লার স্তূপে ফেলে গেছে।

দু’টি মরদেহই ময়না-তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।