বুধবার (২৯ আগস্ট) বিকেলে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। রিফাতের বাবার নাম নূর আলম।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলানিউজকে জানান, রিফাত তার দুই বন্ধুর সঙ্গে চন্দ্রিমা উদ্যানে গোসল করতে নামে। অন্য দুই বন্ধু উঠে এলেও রিফাত উঠতে পারেনি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, পঙ্গু হাসপাতালের রাস্তা সংলগ্ন ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কেউ নবজাতকের মরদেহটি ময়লার স্তূপে ফেলে গেছে।
দু’টি মরদেহই ময়না-তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এজেডএস/এইচএ/