ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত ছবি: প্রতীকি

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের নাখাল পাড়ায় ট্রেনের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ২৫ বছর।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।  

প্রত্যক্ষদর্শী রিয়াদ ও রবিন জানান, তেজগাঁও নাখালপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রেন ধাক্কা দিলে ওই যুবক পড়ে যান।

তখন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।     

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এজেডএস/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।