বুধবার (২৮ আগস্ট) বিকেলে ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রিয়াদ ও রবিন জানান, তেজগাঁও নাখালপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রেন ধাক্কা দিলে ওই যুবক পড়ে যান।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এজেডএস/এএইচ