ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

অনুর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন সোনাদীঘি স্কুলকে সংবর্ধনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
অনুর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন সোনাদীঘি স্কুলকে সংবর্ধনা সোনাদীঘি হাইস্কুলকে সংবর্ধনা দিয়েছে ইউনিলিভারের ব্র্যান্ড ক্লিয়ার মেন।

রাজশাহী: ক্লিয়ার মেন অনুর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল সোনাদীঘি হাইস্কুলকে সংবর্ধনা দিয়েছে ইউনিলিভারের ব্র্যান্ড ক্লিয়ার মেন।

বুধবার (২৯ আগস্ট) দুপুরে রাজশাহীর নাইস কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর আলী, সোনাদীঘি হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম এবং ইউনিলিভার বাংলাদেশের উত্তরাঞ্চলের ব্যবস্থাপক সাব্বির আল হারুন।

 

এসময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা এবং ইউনিলিভার বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সোনাদীঘি হাইস্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অংশীদারিত্বে চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ক্লিয়ার মেন।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮

এসএস/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।