ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি সদস্যের বাড়ি থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
ইউপি সদস্যের বাড়ি থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ১৪ কেজি ওজনের কষ্টি পাথরের বাসুদেব মূর্তি

মুন্সিগঞ্জ: ঢাকার দোহার উপজেলার নাড়িশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কালাম হোসেন দিপ্তির বাড়িতে ক্রেতা সেজে ১৪ কেজি ওজনের কষ্টি পাথরের বাসুদেব মূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ভাগ্যকুল ক্যাম্পের র‍্যাব-১১ এর সদস্যরা অভিযান চিলিয়ে মূর্তিটি উদ্ধার করে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিতুল ইসলাম বাংলানিউজকে জানান, ক্রেতা সেজে ওই ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় ১৪ কেজি ওজনের কষ্টি পাথরের বাসুদেব মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। বিক্রির উদ্দেশে মূর্তিটি বাড়িতে রাখা হয়েছিল।

তবে অভিযান চলাকালীন ইউপি সদস্য কালাম হোসেন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা না গেলেও বাবুল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বর্তমানে মূর্তিটি র‍্যাব হেফাজতে রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতরের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা চলছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।