বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ভাগ্যকুল ক্যাম্পের র্যাব-১১ এর সদস্যরা অভিযান চিলিয়ে মূর্তিটি উদ্ধার করে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিতুল ইসলাম বাংলানিউজকে জানান, ক্রেতা সেজে ওই ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালানো হয়।
তবে অভিযান চলাকালীন ইউপি সদস্য কালাম হোসেন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা না গেলেও বাবুল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বর্তমানে মূর্তিটি র্যাব হেফাজতে রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতরের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা চলছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জিপি