ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পহেলা সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
পহেলা সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে নৌকাবাইচ ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া: প্রাণভরা উচ্ছ্বাস নিয়ে পহেলা সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। 

এ উপলক্ষে বুধবার (২৯ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ সেপ্টেম্বর দুপুর ২টায় জেলা শহরের শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে নৌকাবাইচ শুরু হয়ে শেষ হবে শহরের মেড্ডা কালাগাজীর মাজার ঘাটে। নৌকাবাইচে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১১টি নৌকা অংশগ্রহণ করবে।   

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর মো. মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. তৌফিকুর রহমান তপু, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।