বুধবার (২৯ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং অথরাইজড অফিসার মোহম্মদ নুর আলম এ অভিযান পরিচালনা করেন। রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বামীবাগের মনির হোসেন লেনে নির্মাণাধীন ১০ তলা একটি ভবনের চারদিকে নির্দিষ্ট আবশ্যিক উন্মুক্ত জায়গা (সেটব্যাক) না রেখে ভবন বর্ধিত করে নির্মাণের কারণে মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বর্ধিত ভবনের কিছু অংশ ভেঙে বাকি অংশ ১৫ দিনের মধ্যে অপসারণের জন্য মুচলেকা নেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্য একটি ভবনের কার পার্কিংয়ের স্থলে ইট, বালু, সিমেন্টের ব্যবসা পরিচালনার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করে আগামী সাত দিনের মধ্যে অন্যত্র সরে যাওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়। এছাড়া আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের কারণে সিঙ্গার-মাইওয়ানসহ তিনটি প্রতিষ্ঠানের শো-রুম সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে আবাসিক ভবনের কার পার্কিংয়ের স্থলে বাণিজ্যিক ব্যবহারের কারণে ওয়ারীর র্যাংকিন স্ট্রিটের ‘ওয়েল ফুড’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । প্রতিষ্ঠানটিকে আগামী সাত দিনের মধ্যে অন্যত্র সরে যাওয়ার সময় দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই রোডে ‘বাটা’র একটি শো-রুম এর মালামাল সরিয়ে বন্ধ করে দেওয়া হয়।
রাজউকের সহকারী অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক নিপেন চন্দ্র সিদ্ধাসহ শীর্ষ কর্মকর্তারা অভিযানকালে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এইচএ/