ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্র পিয়াসকে হত্যা করা হয়েছে, দাবি শিক্ষক-সহপাঠীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
স্কুলছাত্র পিয়াসকে হত্যা করা হয়েছে, দাবি শিক্ষক-সহপাঠীর

নেত্রকোনা: নেত্রকোনা জেলার বারহাট্টার রায়পুরের স্কুলছাত্র পিয়াস মিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয় ফকিরের বাজারের স্কুলের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়।  

এ সময় নিহত ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র পিয়াসকে হত্যা করা হয়েছে দাবি করেন তার শিক্ষক ও সহপাঠীরা।

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবি করেন।  

মানববন্ধনে রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান রাজু, স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ম্যানেজিং কমিটির সভাপতি নূর এ আলম ইফতেখার হোসেন পাভেলসহ স্থানীয় গণমান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে খবর পেয়ে গত ২৬ আগস্ট দুপুরে কর্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে পিয়াসের  মরদেহ উদ্ধার করে পুলিশ। পিয়াস ওই  গ্রামের খোরশেদ আলীর ছেলে।  

পিয়াসের চাচা আব্দুল হাতিম বাংলানিউজকে জানান, ২৫ আগস্ট রাতে কান্দাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রুবেল পিয়াসকে ডেকে নিয়ে যান। ওই সময় রুবেলের ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিলো।  

পরে তাকে অচেতন অবস্থায় স্থানীয় বাজারে স্যালাইন পুশ করা হয়। কিন্তু অবস্থার অবনতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম আশরাফুল আলম। পরে সন্দেহভাজন রুবেলের দুই বোন রুনা ও খুকিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।  

এদিকে পিয়াসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন সন্দেহভাজন রুবেল, তার ভাই নজরুল এবং জুয়েলসহ তার বাবা।

তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।