ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

আকাশপথে ইয়াবা পাচার, রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
আকাশপথে ইয়াবা পাচার, রোহিঙ্গা আটক র‌্যাব সদস্যদের সঙ্গে আটক রোহিঙ্গা যুবক। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারে আকাশপথে মাদক পাচারের চেষ্টাকালে চার হাজার ৮০০ পিস ইয়াবাসহ জিয়াউল ইসলাম (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৯ আগস্ট) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর গেট থেকে তাকে আটক করা হয়।

জিয়াউল টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ৪নং ব্লকে আশ্রয় নেওয়া বাছের আহমদের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, প্লেনে করে ইয়াবা পাচারের জন্য কয়েকজন মাদক বিক্রেতা কক্সবাজার পৌর এলাকায় অবস্থান করছে এমন খবর আসে র‌্যাবের কাছে। পরে বিমানবন্দর এলাকায় তল্লাশি করে ইয়াবসহ তাকে আটক করে র‌্যাবের একটি দল।

জিয়াউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, জিয়াউলের কাছ থেকে আরও কয়েক ইয়াবা পাচারকারীর তথ্য পাওয়া গেছে। তাদেরও ধরতে আমাদের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
টিটি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।