আগুনের প্রতীকী ছবি
মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বুধবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে মধুপুর পৌরসভা এলাকার বোয়ালী উত্তরপাড়া গ্রামে বাবুল হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুরে বাবুল হোসেনের বাড়ির রান্না ঘরে রান্নার কাজে ব্যবহারের জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এতে মুহূর্তের মধ্যে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির টিভি, ফ্রিজ মোটরসাইকেলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।