ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সংশ্লিষ্টতায় ১০০ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সংশ্লিষ্টতায় ১০০ জন আটক মাদক সংশ্লিষ্টতায় ১০০ জন আটক

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক বিক্রির দায়ে একশ জনকে আটক করেছে র‌্যাব-৩।

বুধবার (২৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবন ও বিক্রির দায়ে ১০০ জনকে আটক করা হয়েছে।

এরপর দুইজন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে এবং ৭৬ জন মাদকসেবীকে এক থেকে তিনমাস করে কারাদণ্ড এবং বাকিদের জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।