ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় আকাশ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।
বুধবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার রাগামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বাংলানিউজকে জানান, ওই এলাকায় মোটরসাইকেলটি ইউটার্ন করার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই আরোহী মারা যান। আহত আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএএম/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।