বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের বাঁশতলা নামক স্থানের একটি নিচুস্থান থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
নাঈম লালকেয়ার গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম রাজু বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় নাঈম। এরপর শিশুটির কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে উল্লেখিত স্থানে শিশুর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
তিনি আরো জানান, শিশুটির গলাসহ বিভিন্ন স্থানে হাতিলতা পেঁছানো ছিল। এ ঘটনায় নাঈমের বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
অপর একটি সূত্র জানায়, নিহত শিশু নাঈমের বাবা ফিরোজ এবং আটক জালাল মিয়া সম্পর্কে সৎ ভাই। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজম সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জেডএস