মৃত শিশু তিন হলো- জান্নাতী (১৩ মাস), অন্তর (১ বছর ২৪ দিন) ও রেজওয়ান (দেড় বছর)।
সকালে পৃথক দুই ঘটনার পর সবশেষ বুধবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলায় আরেকটি শিশুমৃত্যুর ঘটনা ঘটে।
এর আগে সকাল ৯টার দিকে উলিপুর উপজেলার পূর্ব শিববাড়ি গ্রামের দিনেশ চন্দ্র শীলের ১ বছর ২৪ দিন বয়সী ছেলে অন্তর বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রফিকুল ইসলাম সরদার শিশু মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
অপরদিকে বুধবার সকাল ৮টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজির মসজিদ সংলগ্ন দলবাড়ির পাড় গ্রামের রাজমিস্ত্রি সাইফুল ইসলামের দেড় বছরের ছেলে রেজওয়ান বাড়ি সংলগ্ন পুকুরে সবার অগোচরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন শিশু মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এফইএস/জেডএস