ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোর সিটি কলেজ পুকুরে তরুণীর ব্যাগভর্তি মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
যশোর সিটি কলেজ পুকুরে তরুণীর ব্যাগভর্তি মরদেহ

যশোর: যশোর সরকারি সিটি কলেজ পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (২৫) তরুণীর ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।  

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সিটি কলেজ পুকুর থেকে একটি কালো সাইড ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কমপক্ষে তিনদিন আগে ওই তরুণীকে হত্যার পরে মরদেহ গুম করতেই ব্যাগভর্তি করে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনার তথ্য উদঘাটন করে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।  

তবে নিহতের পরিচয় এবং ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে দ্রুত জড়িতদের আটক সম্ভব হবে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
ইউজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।