ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের সাগরের মায়ের ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
বাংলানিউজের সাগরের মায়ের ইন্তেকাল

ঢাকা: বাংলানিউজের ফিচার রিপোর্টার হোসাইন মোহাম্মদ সাগরের মা মাহফুজা বেগম (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

বেশকিছু দিন ধরে ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগে ভুগছিলেন মাহফুজা বেগম।

গত ২২ আগস্ট ঈদের দিন বৃষ্টিতে ভেজার পর জ্বর হয়েছিলো। বুধবার চিকিৎসকের শরণাপন্ন হলে ভাইরাল জ্বরের কথা জানান। সঙ্গে কিছু পরীক্ষা-নিরীক্ষাও দেন। এরপর বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

রাত দুইটার দিকে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানান হোসাইন মোহাম্মদ সাগর।  

সাগরের মায়ের মৃত্যুতে বাংলানিউজ পরিবার শোকাহত।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।