কক্সবাজার: কক্সবাজার পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পানিরকুয়া পাড়া থেকে ছৈয়দুল আমিন নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) রাত পৌনে ১২ টায় প্রতিবেশীদের দেওয়া তথ্যমতে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গত ৬ থেকে ৭ মাস ধরে মনিরা বেগম ও তার তিন আত্মীয় ইয়াবা মামলা কুমিল্লা কারাগারে রয়েছে।
বাড়িতে মনিরার স্বামী ছৈয়দুল আমিন একাই থাকতেন। কিন্তু কয়েকদিন ধরে তাকে এলাকায় দেখা যাচ্ছে না। বুধবার রাতে বাতাসে ভেসে আসা দুর্গন্ধের অনুসন্ধান করতে গিয়ে গ্রামবাসী ওই বাড়িতে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
টিটি/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।