ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

মেহেরপুর: মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলায় পরোয়ানাভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ আগস্ট) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত জেলার সদর, গাংনী, মুজিবনগর থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ সুপারের কন্ট্রোলরুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন বাংলানিউজকে জানান, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে অভিযান চালিয়ে খোদা বকসের ছেলে জিন্নাত আলী বিশ্বাস (৫৩), ইয়াকুব আলী সরদারের ছেলে জিনারুল ইসলাম সরদার (৪০) ও ইবাদত আলীর ছেলে বক্কার সিদ্দীককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মুজিবনগর থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠনোর প্রস্তুতি চলছে।

এদিকে, ট্রাফিক পুলিশ জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র না থাকা, হেলমেট ব্যবহার না করা ও অন্যান্য আদেশ অমান্য করায় মোটরযান অধ্যাদেশ আইনে ১৯ মামলা দায়ের ও ৩টি মোটরসাইকেল জব্দ করেছে বলেও জানিয়েছে কন্ট্রোলরুম।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।