বুধবার (২৯ আগস্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
পুলিশ জানায়, রাতে টিভিমন পাড়ার প্রধান জল কুমার কারবাবির বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করার সময় গৃহকর্তা তাদের বাধা দেন। একপর্যায়ে গৃহকর্তা দা দিয়ে কোপ দিলে এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হন। এসময় ডাকাতদের কোপে গৃহকর্তাও আহত হন। তিনি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসআই