ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে গৃহকর্তার দায়ের কোপে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
রাঙ্গামাটিতে গৃহকর্তার দায়ের কোপে ডাকাত নিহত

রাঙ্গামাটি: রাঙ্গামাটির টিভিমন পাড়ায় গৃহকর্তার দায়ের কোপে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৯ আগস্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি।

পুলিশ জানায়, রাতে টিভিমন পাড়ার প্রধান জল কুমার কারবাবির বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করার সময় গৃহকর্তা তাদের বাধা দেন। একপর্যায়ে গৃহকর্তা দা দিয়ে কোপ দিলে এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হন। এসময় ডাকাতদের কোপে গৃহকর্তাও আহত হন। তিনি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।