ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
জয়পুরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে পুলিশ। এ আটক করার ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) দিনগত রাত ১২টা থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) একরামুল হক সরকার।

তিনি জানান, এ অভিযানে জয়পুরহাট সদরে নয়জন, পাঁচবিবিতে ১১ জন, কালাইয়ে পাঁচজন, ক্ষেতলালে চারজন এবং আক্কেলপুর উপজেলায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাটকে অপরাধমুক্ত ও মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।