ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চালক-হেলপারদের নিয়ে ট্রাফিক পুলিশের কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
চালক-হেলপারদের নিয়ে ট্রাফিক পুলিশের কর্মশালা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চালক ও সহযোগী চালকদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল আন্তজেলা ট্রাক টার্মিনালে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পরিবহন চালক ও হেলপার অংশ নেন।

 

কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ (পিপিএম), নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই কাদের মোল্লা, টিআই রাফিকুল ইসলাম মৃধা, টিআই মো. জিয়াউল করিম, এটিএসআই মো. শাহজাহান, বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সেন্টু ব্যাপারী, যুগ্ম সম্পাদক মামুন হাওলাদার ও মো. আফাজউদ্দিন প্রমূখ।  

কর্মশালায় বক্তারা বলেন, লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। তাছাড়া কোনো গাড়ি চালানোর আগে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ওই যানবাহনের কাগজত্র এবং ফিটনেস ঠিক আছে কিনা।

বলা হয়, সবসময় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় সেই বিষয়টি নজরে রখতে হবে।  

এছাড়াও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালক ও হেলপারদের প্রতি আহ্বান জানান বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমআরপি/এনএইচটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।