বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের করাচিপাড়া থেকে তাকে আটক করা হয়। সোহেল ওই ইউনিয়নের কাঞ্জরপাড়ার আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, তিন বছর আগে কাঞ্জরপাড়ার মো. আইয়ুব আলীর মেয়ে বেবী আক্তারের সঙ্গে সোহেলের বিয়ে হয়। কিন্তু সোহেল মাদকসেবী। সোহেল সময়ে অসময়ে নানা অজুহাতে বেবীর উপর নির্যাতন চালায়। ২৮ আগস্ট রাত ১টায় সোহেল ঘরের দরজা খুলতে বলে। তখন বেবী তার সাত মাসের শিশু সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন। স্বামীকে দরজা খুলে দিয়ে কান্নারত শিশুটির কান্না থামাতে পুনরায় শিশুটির পাশে যান। একপর্যায়ে পাষণ্ড স্বামী খাবার দিতে এতো দেরি কেন বলে বেবীর তলপেটে কয়েকটি লাথি ও কিল ঘুষি মারেন। এতে বেবী অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। একদিন পর অবস্থার অবনতি হলে ২৯ আগস্ট দুপুরে হ্নীলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় সোহেলকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
টিটি/আরবি/