বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারের একথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
তিনি বলেন, গার্মেন্টস খাতে অনেক উন্নতি হলেও এখনও জেন্ডারের ক্ষেত্রে সেভাবে উন্নয়ন হয়নি।
ইন্টার পার্লামেন্টারি সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, তৈরি পোশাক শিল্পে এখন ৩০ বিলিয়ন ডলার রফতানি হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর ৫০ বিলিয়ন ডলারের রফতানি একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমাদের রফতানি বেড়েছে এটার গতি আরও বাড়াতে হবে। তবে এজন্য নারী ও পুরুষ উভয় শ্রমিকের সংশ্লিষ্টতা জরুরি।
বাণিজ্য সচিব সুভাসিষ বোস বলেন, গার্মেন্টস খাতে নামি-দামি কোম্পানির প্রবেশ ঘটেছে। শ্রমিকের উন্নয়ন, বিল্ডিংয়ের নিরাপত্তাসহ গুণগত পরিবর্তন হয়েছে। তবে এ উন্নয়নের গতি আরও বাড়াতে হবে। ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কাছে এখন দেশের পোশাক খাত রোল মডেল।
শ্রমিক নেতা মন্টু ঘোষ বলেন, রানা-প্লাজা ধসের পর গার্মেন্টস শিল্পে অনেক উন্নতি হয়েছে। কিন্তু এখনও থেমে নেই নারী শ্রমিক নির্যাতন। প্রতিনিয়ত নানাভাবে তারা নির্যাতিত হচ্ছে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, তৈরি পোশাক শিল্পে বড় ধরনের একটি দুর্ঘটনা রানা প্লাজা ধস। তবে এ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে; শিখিয়েছেও অনেক। শ্রমিক সেফটি, ফায়ার সেফটি ও বিল্ডিং সেফটির মতো উন্নয়ন হয়েছে এ থেকে শিক্ষা পেয়ে।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
ইএআর/আরআর