ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শেয়ার কারসাজি

আইসিবির সাবেক কর্মকর্তাসহ গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
আইসিবির সাবেক কর্মকর্তাসহ গ্রেফতার ৩

ঢাকা: শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে ৩ কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইনভেস্টম্যান্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক উপ নির্বাহী প্রধান টিপু সুলতান ফরায়েজীসহ ৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর একটার দিকে দুদকের সহকারী উপ পরিচালক গুলশান আনোয়ার নেতৃতে একটি দল তাদের সেগুনবাগিচা এলাকা থেকে আটক করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি বলেন, শেয়ার কারসাজির মাধ্যমে বাজার থেকে ৩ কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
আরএম/এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।