বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।
তিনি জানান, মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে তেজগাঁও এলাকার একটি বাসা থেকে পাশের বাসার ভাড়াটিয়ারা শিশুটিকে অপহরণ করে।
পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তেজগাঁও ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ ৬ অপহরণকারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তেজগাঁও ডিসি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
পিএম/আরবি/