ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

অপহৃত শিশু উদ্ধার, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
অপহৃত শিশু উদ্ধার, আটক ৬

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু তোয়াসিন ইসলাম সিমনকে (৪) উদ্ধারসহ ৬ অপহরণকারীকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

তিনি জানান, মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে তেজগাঁও এলাকার একটি বাসা থেকে পাশের বাসার ভাড়াটিয়ারা শিশুটিকে অপহরণ করে।

বুধবার (২৯ আগস্ট) সকাল থেকে শিশুটির বাবা-মাকে ফোন করে মুক্তিপণ দাবি করতে থাকে অপহরণকারীরা।

পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তেজগাঁও ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ ৬ অপহরণকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তেজগাঁও ডিসি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।