বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে ওই শিক্ষিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, ধর্ষণের শিকার ওই শিক্ষিকা সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাসিন্দা।
পরে ওই শিক্ষিকা বিয়ের জন্য চাপ দিলে রুবেল যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে বিষয়টি রুবেলের পরিবারকে জানালে তারাও অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই শিক্ষিকাকে। বিষয়টি জানতে পেরে রুবেল তাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন ওই শিক্ষিকা।
পরে কোনো উপায় না পেয়ে বুধবার রাতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করে তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
ওএইচ/