বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ফজলু ওই গ্রামের আনোয়ার সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে শিশুটি খেলা করছিল। এসময় ফজলু চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে এবং ওই ধর্ষক ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় শিশুটির বাবা ফজলু সরদারের বিরুদ্ধে মামলা করেছেন। এরই মধ্যে ধর্ষকে গ্রেফতার করা হয়েছে।
শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার-নিরীক্ষা জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
জিপি