ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফজলু সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ফজলু ওই গ্রামের আনোয়ার সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে শিশুটি খেলা করছিল। এসময় ফজলু চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে এবং ওই ধর্ষক ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় শিশুটির বাবা ফজলু সরদারের বিরুদ্ধে মামলা করেছেন। এরই মধ্যে ধর্ষকে গ্রেফতার করা হয়েছে।  

শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার-নিরীক্ষা জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।