ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সমাবেশের গেঞ্জি নিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
সমাবেশের গেঞ্জি নিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আওয়ামী লীগ নেতার জনসমাবেশে যোগ দেওয়ার জন্য বিতরণ করা গেঞ্জি নিয়ে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মকরম শেখ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কের মাদারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকরম শেখ উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের নাতি আনোয়ার হোসেন বিদ্যুৎ বাংলানিউজকে জানান, গোপালপুর উপজেলা পরিষদ (ইউপি) চেয়ারম্যানের জনসমাবেশের যোগ দেওয়ার জন্য মাদারিয়া মোড়ে গেঞ্জি বিতরণ করা হচ্ছিল। দাদা সেই গেঞ্জি নিয়ে ভূঞাপুর-তারাকান্দি সড়ক পাড় হওয়ার সময় একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলা তালুকদার দুদু ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মকরম শেখ একজন বয়োবৃদ্ধ মানুষ। সমাবেশের গেঞ্জি বিতরণের কথা শুনে তিনি মাদারিয়া মোড়ে যান। ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।