ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বেতার এখনও মানুষের হৃদয়ের কাছেই আছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
বেতার এখনও মানুষের হৃদয়ের কাছেই আছে বক্তব্য রাখছেন আবদুল মালেক

রাজশাহী: সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেতারের মাধ্যমে খুব সহজেই প্রতিদিনের খবরাখবর মানুষ অবগত হয় এবং গ্রামগঞ্জের মানুষের কাছে এটি এখনও খুব প্রিয়। 

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তথ্য সচিব আবদুল মালেক।  

আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) হাসান আখতারের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী জিল্লুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 
    
তথ্য সচিব বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং ও ট্রাফিক আইন বিষয়ে সরকার যে কার্যকরী ভূমিকা পালন করে চলেছে তা বাংলাদেশ বেতারের মাধ্যমে জনগণের কাছে দ্রুত পৌঁছে দিতে হবে।  

এছাড়াও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়া হয় কিনা সে বিষয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।  

তথ্য সচিব এসময় বাংলাদেশ বেতার রাজশাহীর বিভিন্ন সমস্যা, কর্মকর্তা-কর্মচারীদের শূন্য পদের বিষয়ে খোঁজ-খবর নেন।  

তিনি বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সরকারি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।