বৃহস্পতিবার (৩০ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে।
‘৩১ শ্রাবণের (১৯৭৫ সালের ১৫ আগস্ট) অভিশপ্ত দিনে বিশ্বাসঘাতকরা যাকে বিনাশ করতে চেয়েছিল সেই শেখ মুজিব মারা যাননি। তিনি বাঙালির হৃদয়ে অবিনাশী হয়ে আছেন। আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে তার প্রতি সম্মান জানানো হবে এবং তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা সম্ভব হবে। ’
পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে বাঙালির জাতির ইতিহাস বিকৃত করা হয়। তাকে সপরিবারে হত্যার বিচার বিরোধী আইন পাশ ও সংবিধান সংশোধন করা হয়। কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।
মন্ত্রণালয়ের সচিব জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এমআইএস/ইএআর/এমএ