বৃহস্পতিবার (৩০ আগস্ট) দিনগত রাতে ব্যারেজ ১৫নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে।
রহিদুল ইসলাম পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা।
দোয়ানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আফাজুল হক বাংলানিউজকে জানান, অবসর ডিউটি শেষে রেস্ট হাউস থেকে হেঁটে ব্যারাকে ফিরছিলেন রহিদুল ইসলাম। এ সময় ১৫নম্বর গেটে পৌছালে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ব্যারেজের সিসিটি টিভির ফুটেজ থেকে পিকআপ ভ্যানটি সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
ওএইচ/