ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

তিস্তা ব্যারেজে পিকআপের চাপায় আনসার সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
তিস্তা ব্যারেজে পিকআপের চাপায় আনসার সদস্যের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় পিকআপ ভ্যানের চাপায় রহিদুল ইসলাম (২৬) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দিনগত রাতে ব্যারেজ ১৫নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে।

রহিদুল ইসলাম পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা।

তিনি দোয়ানী আনসার ফাঁড়িতে কর্মরত ছিলেন।

দোয়ানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আফাজুল হক বাংলানিউজকে জানান, অবসর ডিউটি শেষে রেস্ট হাউস থেকে হেঁটে ব্যারাকে ফিরছিলেন রহিদুল ইসলাম। এ সময় ১৫নম্বর গেটে পৌছালে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়।

তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ব্যারেজের সিসিটি টিভির ফুটেজ থেকে পিকআপ ভ্যানটি সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।