শুক্রবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে ইউনিয়নের জাহাজমারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাকের উপজেলার চরহাসান গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন জাহাজমারা গ্রামের রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে শরীরের কোনো অংশে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
আরআর