শুক্রবার (৩১ আগস্ট) বিকেলে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে সকালে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।
র্যাবের এ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকালে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেনের পরিচালক (গার্ড) নিয়াজ মাহমুদকে আটক করা হয়।
এসময় ট্রেনটির পরিচালকের (গার্ডের) নিয়ন্ত্রণে থাকা লাগেজ ভ্যানের তালা খুলে তল্লাশি চালিয়ে লেপে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় ১১ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা চন্দন দেবনাথ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
জিপি