শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে দক্ষিণ কাজলা ৮৫/এ নয়ানগরের বাসায় এ দুর্ঘটনা ঘটে। রোমান স্থানীয় নূরানী একাডেমি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
দগ্ধরা হলেন- রুমা আক্তার (৩০) ও তার ছেলে আরিফ হোসেন রোমান (৯)। দগ্ধ দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ রুমা নিজেই বাংলানিউজকে জানান, ছয়তলা ওই বাসার দ্বিতীয় তলায় স্বামী, দুই মেয়ে ও এক ছেলেসহ থাকেন তারা। দুপুরে পাশের বাসার জিহান নামে এক ছেলের জ্যাকেট পড়ে ভবনের পাশের বিদ্যুতের তারের ওপর। পরে জ্যাকেটটি জানলার পাশের তারে আটকে পড়ায় ওই ছেলে রোমানকে জ্যাকেটটি পেড়ে দিতে বলে। এরপরই রোমান জানলার পর্দা লাগানোর লোহার পাইপ খুলে জ্যাকটি পাড়তে যায়। এ সময় তিনি (রুমা) পাশে দাঁড়িয়ে ছিলেন। লোহার পাইপটি বিদ্যুতের তারের কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি বিস্ফোরণের মতো হয়। এতে রোহান ও তিনি দগ্ধ হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, শিশু রোমানের শরীরের ১৮ শতাংশ ও মা রুমার দুই হাতে কিছুটা দগ্ধ হয়েছে। তারা দু’জনই চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এজেডএস/এসআরএস