শুক্রবার (৩১ আগস্ট) সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এর মধ্যে রয়েছে- নোয়াখালী জেলা পরিষদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি), খুলনার পাইকগাছা সরকারি কলেজ, খুলনা খাদ্য পরিদর্শক সমিতি, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ, খুলনা মহানগর আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ, ইতিহাস ঐতিহ্য কেন্দ্র, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, বিসিএসআইআর বিজ্ঞানী সংঘ, খুলনা খাদ্য কর্মকর্তা সমিতি, বিভাগীয় কমিশনার বরিশাল, বাংলাদেশ মুক্তিযুদ্ধ লীগ পিরোজপুর, চট্টগ্রাম সদ্বীপ শাখা বঙ্গবন্ধু পরিষদ, সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ মানিকগঞ্জ, যুবলীগ নেতৃবৃন্দ মানিকগঞ্জ, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামসহ (আসাফো) অর্ধশতাধিক সংগঠন।
এছাড়া বিভিন্ন ব্যক্তির পক্ষেও জাতির পিতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
জিপি