ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চলনবিলে নৌকা ডুবে ৫ জন নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
চলনবিলে নৌকা ডুবে ৫ জন নিখোঁজ

পাবনা: পাবনার চাটমোহরের চলনবিলের পাইকপাড়া নামক স্থানে যাত্রীবাহী নৌকা ডুবে পাঁচজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের তারাশ থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা নাটোরের বনপাড়ার উদ্দেশে রওনা হয়। নৌকাটি পাইকপাড়ায় চলনবিলের মধ্যে এলে ডুবে যায়।

এসময় ১৮ জন যাত্রী তীরে ওঠতে সক্ষম হলেও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, নিখোঁজ পাঁচ যাত্রীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। এছাড়া স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে নিখোঁজ পাঁচজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।