ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেলো হেলপারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেলো হেলপারের

রাজশাহী: রাজশাহী মহানগরীর রায়পাড়া জোড়াবটতলা বালুঘাটে ট্রাকের নিচে চাপা পড়ে সুমন আলী (২৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আলী রাজশাহীর চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘাটে ট্রাক পার্কিংয়ের জন্য হেলপার ট্রাকের পেছনে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন। তখন বালুতে পা পিছলে নিচে পড়ে যান। এসময় ওই ট্রাক তাকে চাপা দেয়। ঘাটের শ্রমিকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রবিউল ইসলাম আরও জানান, নিহত সুমনের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।