ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কতো নদী থমকে গেলে বন্ধ হবে সাংবাদিক হত্যাকাণ্ড?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
কতো নদী থমকে গেলে বন্ধ হবে সাংবাদিক হত্যাকাণ্ড? মানববন্ধনে সাংবাদিক নেতারা

নেত্রকোনা: পাবনার সাংবাদিক নদী হত্যার বিচার দাবিতে শুক্রবার (৩১ আগস্ট) মানববন্ধন করেছেন নেত্রকোনার সাংবাদিক নেতারা।

জেলা প্রেসক্লাব সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন সাংবাদিকরা।

এসময় জাতির কাছে প্রশ্ন রেখে তারা জানতে চান ‘আর কতো নদী থমকে গেলে বন্ধ হবে সাংবাদিক হত্যাকাণ্ড?’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ শতাধিক প্রতিবাদী মানুষ।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পাবনা পৌর সদরের রাধানগর মহল্লায় সন্ত্রাসীরা সাংবাদিক নদীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।  

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।