উদ্ধারকৃত স্কুলছাত্রী কানসাট বাজারের সেরাজুল হকের মেয়ে ও এ কিউ নারী কল্যাণ শিক্ষালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নিহতের বাবা সেরাজুল ইসলাম জানান, দুইদিন আগে তার মেয়ে নিখোঁজ হয়।
এর আগে মেয়ের সন্ধান চেয়ে বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
স্থানীয়রা জানায়, মাঝে মধ্যে শিফানুরীর মস্তিষ্ক বিকৃতি ঘটতো, সেসময় সে কাউকে না বলে বাড়ি থেকে চলে যেত। গত বৃহস্পতিবারও একই ধরনের ঘটনা ঘটে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. মশিউর রহমান জানান, নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তিনি অবগত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
আরএ