শনিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত প্রাক-সম্মেলন মিডিয়া ব্রিফিংয়ে একথা জানানো হয়।
ব্রিফিংয়ে লিখিত বক্তৃতায় প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রুপান্তরমুখী এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং নাগরিক সমাজের যথাযথ অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি বলেন, এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য এসডিজি সম্পর্কে অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখা এবং এ প্রক্রিয়ার জবাবদিহিতা নিশ্চিত করা।
তিনি বলেন, এ উদ্দেশ্য অর্জনে নাগরিক প্ল্যাটফর্ম গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আগামী ১৪ অক্টোবর যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুব সম্মেলনের মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, গ্রাম ও শহর উভয় এলাকায় বসবাসরত যুবকদের মধ্যে এসডিজির বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, জাতীয় উন্নয়ন সম্পর্কে যুব সমাজের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরার জন্য একটি আলোচনার ক্ষেত্র তৈরি করা এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে নীতিবিষয়ক বিতর্ক ও আলোচনায় যুব এজেন্ডাকে কার্যকর দৃঢ় করা।
দিনব্যাপী সম্মেলনে দেশের সব পরিসর থেকে আসা যুব প্রতিনিধি, প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী এবং অংশীজনের সমন্বয়ে প্রায় সহস্রাধিক মানুষের সমাগম ঘটবে।
সম্মেলনে যা থাকবে
বাংলাদেশে যুব কর্মসংস্থান সম্পর্কিত গবেষণা উপস্থাপন, যুব উন্নয়নে বাংলাদেশে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের প্রদর্শনী, বিভিন্ন যুব সম্পর্কিত বিষয়াবলীর ওপর নীতি সংলাপ, বাংলাদেশে যুব উন্নয়নে সম্পৃক্ত বেসরকারি প্রতিষ্ঠানের ওপর জরিপ উপস্থাপন ও দেশের যুব সমাজের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের বিশ্লেষণ, বাংলাদেশের নির্বাচনী ইশতেহারে যুব এজেন্ডার বিশ্লেষণ ইত্যাদি। সম্মেলন শেষে একটি যুব ঘোষণাপত্র থাকবে।
ড. দেবপ্রিয় আরও বলেন, সামনে নির্বাচন। এ নির্বাচনে দেড় কোটি যুবক ভোটার হয়েছেন। আগের আছে দেড় কোটি, সব মিলিয়ে তিন কোটি যুবক ভোটার। তাই তাদের কথা শুনবো আমরা।
ব্রিফিংয়ের পরে সম্মেলনের লোগো উন্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। যারা যুব সম্মেলনে অংশ নেবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। www.youthconf18.bdplatform4sdgs.net -এ নিবন্ধন করতে কোনো ফি লাগবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য ড. ইফতেখারুজ্জামান ও শাহিন আনাম।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
এমএইচ/আরআর